চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আওয়ামী লীগ থেকে অ্যাড. কামরুলের অপসারণ দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম কর্তৃক বিদেশে পলাতক আসামী তারেক জিয়ার এপিএস নুর উদ্দিন আহমেদ অপুর পক্ষে আইনী লড়াইয়ের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে অ্যাডভোকেট কামরুল ইসলামকে আগামী ৭২ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার পদ থেকে অপসারণের দাবিতে আলটিমেটাম দেয়া হয়েছে। সংগঠনের সাধারণ আল মামুন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

অ্যাডভোকেট কামরুল ইসলাম মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির মানুষদের হৃদয়ে চরম আঘাত দিয়েছেন দাবি করে বক্তারা আওয়ামী লীগ থেকে তার বহিষ্কার চান। অন্যথায় আরও বড় ও কঠোর কর্মসূচি ঘোষণা হবে বলেও জানান তারা।

আরোও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের সাক্ষী মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বিশিষ্ট নাট্য অভিনেতা ও মুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু, মুক্তিযোদ্ধা বাহারউদ্দীন বাহার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি কানিজ ফাতেমাসহ প্রমুখ নেতৃবৃন্দ।