চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রোনালদো-জর্জিনার জন্য ‘সেই আইন প্রযোজ্য নয়’

সৌদি আরবে বিবাহ ছাড়া একসঙ্গে বসবাসে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের ক্ষেত্রে আইনটি কার্যকর থাকছে না। আল নাসেরে নাম লেখানো সিআর সেভেন ও তার বান্ধবী দেশটিতে এক ছাদের নিচে বসবাস করতে পারবেন।

দেশটির এক আইনজীবীর মতে, ‘এক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি দেখেও না দেখার ভান করবে। তবে তাদের অন্য কোনো সমস্যা বা অপরাধে আইন কার্যকর থাকবে।’

সৌদি আইনে বিয়ে ছাড়া এক ছাদের নিচে বসবাস কঠোরভাবে নিষিদ্ধ। রোনালদো যেখানে ছাড় পাচ্ছেন সেটি হল, সেখানে পশ্চিমাদের বেলায় এ আইন প্রয়োগ করা হয় না।

কাতার বিশ্বকাপের পর সৌদি আরবের ক্লাব আল-নাসের এফসির সঙ্গে ২০২৫ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি করেছেন সিআর সেভেন। তার পারিশ্রমিক বছরে ৭৫ মিলিয়ন ডলার।

আল নাসেরের হয়ে এখনও মাঠে নামতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। গত এপ্রিলে এভারটনের কাছে হারের পর রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ১৪ বছর বয়সী জ্যাকব হার্ডিং নামের এক খুদে ভক্তের ফোন আছড়ে ভেঙেছিলেন রোনালদো। এফএ তদন্ত করে দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে অর্থদণ্ডও দেয়। ২২ জানুয়ারি আল-ইত্তিফাকের বিপক্ষে খেলতে পারেন পর্তুগীজ মহাতারকা।

Labaid
BSH
Bellow Post-Green View