চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শিরোনামহীন হলেও যে ছবিটি অনেক কথা বলে

অভিনেতা চঞ্চল চৌধুরী শুক্রবার দুপুরে তার ফেসবুকে ছবিটি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, তিনজনই পাঞ্জাবি পরা। মুখে হাসি। ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘শিরোনামহীন’।

KSRM

মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আফরান নিশো তারা তিনজনই ছোটপর্দায় দাপুটে অভিনেতা। প্রত্যেকেই তাদের অভিনয় দিয়ে অনুরাগীদের মন জয় করেছেন। এ কারণে তাদের রয়েছে আলাদা ফ্যান বেইজ। নাটক ছাপিয়ে ওটিটিতেও মোশাররফ, চঞ্চল, নিশো তিনজনই বাজিমাৎ করেছেন।

এবার তাদের এক ফ্রেমে দেখা গেল। খোঁজ নিয়ে জানা যায়, তাদের এই ছবিটি একেবারে টাটকা। অর্থ্যাৎ শুক্রবার (৯ জুন) একটি বিজ্ঞাপনের শুটিং চলাকালে মুঠোফোনে তোলা!

Bkash July

অভিনেতা চঞ্চল চৌধুরী শুক্রবার দুপুরে তার ফেসবুকে ছবিটি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, তিনজনই পাঞ্জাবি পরা। মুখে হাসি। ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘শিরোনামহীন’।

পোস্ট করার এক ঘণ্টার মধ্যে চঞ্চলের ব্যক্তিগত আইডি থেকে ১৪ হাজার লাইক পড়ে, মন্তব্য দেখা যায় হাজারের বেশি। ভক্ত অনুরাগীরা দেদারসে শেয়ারও করছেন পোস্টটি! পাশাপাশি তাদের অনুসারীরা বিভিন্ন ক্যাপশন দিয়ে ছবিটি নাটক সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে পোস্ট করতে থাকেন।

Reneta June

ছবিটি দেখে চঞ্চলের পোস্টে মন্তব্য করেছেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তিনি লিখেছেন, ‘আপনাদের জয় হোক।’ আবার কেউ কেউ লিখছেন, তিন অবতার। তিনজনকে একসঙ্গে দেখে মনটা মোচড় দিয়ে উঠলো। কেউ শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, বিশ্বমানের তিন অভিনেতা।

কল্যাণ অর্ণব নামে আরেকজন লেখেন, বাংলা নাটকের তিনজন জীবন্ত কিংবদন্তী। আপনাদের হাত ধরেই বাংলা নাটক আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত হয়েছে। সবসময়ই আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং বাংলা সংস্কৃতিকে সামনে এগিয়ে নিয়ে যান সমহিমায়। আপনাদের জন্য শুধুই ভালবাসা।

শত শত মন্তব্যের ভিড়ে সবচেয়ে বেশি যেটা চোখে পড়েছে তা হলো, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী এবং নিশোর ভক্তরা চাইছেন এই তিন অভিনেতাকে একসঙ্গে কোনো সিনেমা বা ওটিটিতে কাজ হোক। জনি মিয়াঁ নামে একজন লিখেছেন, তাদের তিনজনকে একই স্ক্রিনে দেখা গেলে জমে ক্ষীর হয়ে যাবে!

ভারতীয় প্লাটফর্ম হইচইয়ের আলোচিত তিন ওয়েব সিরিজ কাইজার, কারাগার ও মহানগর। এই তিনটি ওয়েব সিরিজের মাধ্যমে নিশো, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম ভারতীয় দর্শকের কাছে আরও বেশী জনপ্রিয়তা অর্জন করেছেন। তার নমুনা পাওয়া গেল এই ছবিটি পোস্ট করার পর। চঞ্চলের এই ছবির মন্তব্যে কলকাতার এক ভক্ত লিখেছেন,‘দুইটা কথা নয়, তিনটা কথা সবসময় মনে রাখবেন – ১) কাইজার দমে না ২) ডেভিড মরে না ৩) ওসি হারুন হারে না।’

এদিকে ছোট পর্দার পাশাপাশি বড়পর্দায় চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম নিজেদের সক্ষমতার প্রমাণ রাখলেও নিশোর গণ্ডি ছিলো টেলিভিশন এবং ওটিটি। কিন্তু এবার তিনি পা রাখতে যাচ্ছেন বড়পর্দায়। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে নিশো অভিনীত প্রথম ছবি ‘সুড়ঙ্গ’। ছবিটি নিয়ে আশাবাদী তার ভক্ত অনুরাগীরা।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View