চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আমার বয়স ১০০ হয়নি, এখনই নয় অবসর: বুফন

জিয়ানলুইজি বুফন বলছেন, খুব দ্রুতই ফুটবল থেকে অবসরে যাচ্ছেন না। ৪৪ বর্ষী হয়েও এখনও শক্তিশালী তিনি, এবারের গ্রীষ্মে ২৮তম মৌসুম খেলার প্রস্তুতিও নিচ্ছেন কিংবদন্তি ইতালিয়ান গোলরক্ষক। গত মৌসুমে জুভেন্টাস ছেড়ে শৈশবের ক্লাব পার্মাতে যোগ দিয়েছেন বুফন।

সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে অভিজ্ঞ গোলরক্ষক ২৬টি ম্যাচ খেলেছেন। আরেকটি মৌসুম শুরুর আগে অবসরের বিষয়টি উড়িয়ে দিয়ে আরও একদশক খেলতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘আমার বয়স ১০০ বছর নয়। ৫৫ বছর বয়সে অবসর নেবো? কম বা বেশি হতে পারে। আমি কি অবসরের পর অনুশীলন চালিয়ে যাবো? অনেক বছর ধরে ভাবছি কখন থামব। ১০ বছর ধরে এটি নিয়ে ভাবছি। তারপরও সবসময় এগিয়ে যাচ্ছি।’

অবসরের পর ফুটবলের বাইরের ভিন্ন কোনো পেশা বেছে নিতে পারেন বুফন, ‘আমার অভিজ্ঞতার কথা ফুটবল দুনিয়া জেনেছে। তবে এই দুনিয়াতেই থাকব কিনা, শতভাগ নিশ্চিত নই।’

‘হয়তো অন্যকিছু করার চিন্তা করবো। ফুটবল সম্পর্কে ধারণা রাখি। দুনিয়ার অন্যসব কিছু আমি জানতে কৌতূহলী।’

১৯৯৫ সালে পার্মায় বুফনের ক্লাব ক্যারিয়ারের অভিষেক। পরে জুভেন্টাস হয়ে পিএসজিতে যান। আবারও জুভেন্টাসে ফিরেছিলেন। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৯৫৬ ম্যাচ। তুরিনের বুড়িদের হয়ে ১০বার সিরি আ শিরোপাসহ অসংখ্য ট্রফি জিতেছেন।

ইতালির হয়ে সর্বাধিক ১৭৬টি ম্যাচ খেলার রেকর্ডও বুফনের। ২০০৬ সালে বিশ্বকাপ জয় তার ক্যারিয়ারের স্মরণীয় অর্জন।

আরও চালিয়ে যেতে চান খেলা। বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার হতে অবশ্য সেজন্য বুফনকে লম্বা পথ পাড়ি দিতে হবে। ৫৫ বর্ষী জাপানি ফুটবলার কাজুয়োশি মিউরা সুজুকা পয়েন্ট গেটার্সের হয়ে এখনও খেলে চলেছেন। তিনিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার।