বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ আসরের প্লেয়ার্স ড্রাফট সমাপ্ত। ১১তম আসরের নিলামের সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে মারকুটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরের নিলামের সবকিছু।
১০.১৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর সামনে রেখে নতুন গভর্নিং কাউন্সিল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
০৯.২৭
সরাসরি সাইনিংয়ে সাকিব আল হাসানকে দলে টেনেছে চিটাগং কিংস। চলতি পরিস্থিতিতে সাকিবের বিপিএলে খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কিংসের মালিক সামির কাদের চৌধুরী অবশ্য শঙ্কা উড়িয়েই দিচ্ছেন। সাকিব খেলতে পারবেন, নিশ্চিত হয়েই দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
০৯.০৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের পরবর্তি আসরের ড্রাফট সম্পন্ন হয়েছে। সাতটি দলই নিজেদের পছন্দমতো দল গুছিয়েছে। দল পেয়েছেন জাতীয় দলের সবাই এবং জাতীয় দলের বাইরে থাকা বেশিরভাগ ক্রিকেটার। সাকিব আল হাসান চট্টগ্রামে গেলেও বরিশাল দলে ভিড়িয়েছে জাতীয় দলের সাবেক-বর্তমান চার অধিনায়ককে।
চিটাগাং-এ সাকিব, সাবেক ও বর্তমান অধিনায়ক নিয়ে ফরচুন বরিশালের দল
৪.৩২
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে। গত আসরের মতো এবারও দল পাননি মুমিনুল হক। দল না পাওয়াদের তালিকায় উল্লেখযোগ্য নাম মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী। টি-টুয়েন্টি থেকে অনেকটা আড়ালে চলে যাওয়া নাঈম ইসলাম, মার্শাল আইয়ুবরা দল পেয়েছেন। ড্রাফটে ঢাকা ক্যাপিটালসের অন্যতম মালিক মেগাস্টার শাকিব খানের উপস্থিতি আলাদা করে আলো কেড়েছে।
২.১০
নিলাম শেষ।
২.০৩
১.৫১
ইংল্যান্ডের রিস টপলেকে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
১.৫০
সাউথ আফ্রিকার নান্দ্রে বার্জারকে নিয়েছে ফরচুন বরিশাল।
১.৪৮
আরও দল পেলেন যারা
ঢাকা ক্যাপিটালস- আসিফুল হাসান, শাহাদাত হোসেন দীপু
রংপুর রাইডার্স- কামরুল ইসলাম রাব্বি, তৌফিক খান তুষার
খুলনা টাইগার্স- মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়
চট্টগ্রাম কিংস- মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাবেদ
সিলেট স্ট্রাইকার্স- নাহিদুজ্জামান, নাহিদুল ইসলাম
ফরচুন বরিশাল- রিশাদ হোসেন, তাইজুল ইসলাম
দুর্বার রাজশাহী- আকবর আলী, হাসান মুরাদ
১.৪৪
চোট পেয়েছিলেন গত বছরের জুলাইয়ে।
১.৩৭
যুব বিশ্বজয়ী অধিনায়ক আকবর আলীকে নিয়েছে দুর্বার রাজশাহী।
১.৩৫
লেগ স্পিন-অলরাউন্ডার রিশাদ হোসেনকে ডেকে নিয়েছে ফরচুন বরিশাল।
১.৩২
দেশিদের আরও যারা দল পেলেন
ঢাকা ক্যাপিটালস- সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার
রংপুর রাইডার্স- রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর
খুলনা টাইগার্স- আবু হায়দার রনি, জিয়াউর রহমান
চট্টগ্রাম কিংস- মোহাম্মদ মিথুন, নাইম ইসলাম
দুর্বার রাজশাহী- সাঞ্জামুল ইসলাম, মেহরাব হোসেন
সিলেট স্ট্রাইকার্স- রুয়েল মিয়া, আরিফুল হক
ফরচুন বরিশাল- ইবাদত হোসেন, নাইম হাসান
১.২৮
পেস-অলরাউন্ডার আরিফুল হককে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
১.২৭
পেস-অলরাউন্ডার জিয়াউর রহমানকে নিয়েছে খুলনা টাইগার্স।
১.২৪
পেসার আবু হায়দার রনিকে নিয়েছে খুলনা টাইগার্স।
১.২২
পেসার ইবাদত হোসেন খেলবেন ফরচুন বরিশালে।
১.২০
ব্যাটার সাব্বির রহমানকে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।
১.০২
বিদেশি যারা ড্রাফটে দল পেলেন
ঢাকা ক্যাপিটালস- সাইম আইয়ুব (পাকিস্তান), আমির হামজা (আফগানিস্তান)
রংপুর রাইডার্স- আকিব জাভেদ (পাকিস্তান), কার্টিস ক্যাম্ফের (আয়ারল্যান্ড)
খুলনা টাইগার্স- মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), লুইস গ্রেগরি (যুক্তরাজ্য)
চিটাগং কিংস- গ্রাহাম ক্লার্ক (যুক্তরাজ্য), থমাস অকুনেল (অস্ট্রেলিয়া)
দুর্বার রাজশাহী- সাদ নাসিম (পাকিস্তান), লেহেরু সামারাকুন (শ্রীলঙ্কা)
সিলেট স্ট্রাইকার্স- রাকিম কর্নওয়েল (ক্যারিবীয়), সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান)
ফরচুন বরিশাল- পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), জেমস ফুলার (যুক্তরাজ্য)
১২.৫৪
মারকুটে তারকা ওপেনার সৌম্য সরকার এবার খেলবেন রংপুর রাইডার্সে।
১২.৩৬
আফগান বোলার আমির হামজা খেলবেন ঢাকা ক্যাপিটালসে।
১২.৩৫
আয়ারল্যান্ড অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফের খেলবেন রংপুর রাইডার্সে।
১২.৩৪
শ্রীলঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কাকে নিয়েছে ফরচুন বরিশাল।
১২.২৮
‘এ’ ক্যাটাগরিতে থাকা রিশাদ হোসেন এখনও দল পাননি।
১২.২৬
খুলনা টাইগার্স নিয়েছে আরেক পাকিস্তানি বোলার মোহাম্মদ হাসনাইনকে।
১২.২৪
পাকিস্তানি ব্যাটার সাইম আয়ুবকে ডেকে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।
১২.১৯
প্রথম কলে দল না পেলেও দ্বিতীয় দফায় জাতীয় দল অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়েছে ফরচুন বরিশাল।
১২.১৭
ডানহাতি পেসার আবু জায়েদ রাহীকে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।
১২.১৬
ফরচুন বরিশাল নিয়েছে তরুণ ডানহাতি পেসার রিমন মণ্ডলকে।
১২.১৫
বাঁহাতি স্পিনার রকিবুল হাসান জুনিয়রকে নিয়েছে রংপুর রাইডার্স।
১২.১৪
১২.১২
খুলনা টাইগার্স নিয়েছে ওপেনার ইমরুল কায়েসকে।
১২.১১
পেসার খালেদ আহমেদকে নিয়েছে চট্টগ্রাম কিংস।
১২.১০
জাতীয় দল অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ডেকে নিয়েছে ফরচুন বরিশাল।
১২.০৮
সরাসরি চুক্তিতে দল পেয়েছেন যারা
ঢাকা ক্যাপিটালস- মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিম
চট্টগ্রাম কিংস- সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম
ফরচুন বরিশাল- তাওহীদ হৃদয়
সিলেট স্ট্রাইকার্স- জাকের আলী অনিক
খুলনা টাইগার্স- মেহেদী হাসান মিরাজ
রংপুর রাইডার্স- মোহাম্মদ সাইফউদ্দিন
দুর্বার রাজশাহী- এনামুল হক বিজয়
১২.০৪
টানা দ্বিতীয় আসরে একসঙ্গে খেলবেন ওপেনার তামিম ইকবাল, উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম, অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের দল ফরচুন বরিশাল।
১২.০১
চট্টগ্রাম কিংস নিয়েছে ওপেনার পারভেজ হোসেন ইমনকে।
১১.৫৯
সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
১১.৫৮
ফরচুন বরিশালে খেলবেন সদ্যই টি-টুয়েন্টিকে বিদায় বলা মাহমুদউল্লাহ রিয়াদ।
১১.৫৭
টপ ক্যাটাগরি ‘এ’তে চোখ যাদের উপর
‘এ’ ক্যাটাগরিতে মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, জাতীয় দল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন আছেন। এই ৫ জনের বাইরে ক্যাটগরিটির ১২ জনের ৭ জনের সরাসরি চুক্তি/রিটেইনে দল নিশ্চিত হয়ে গেছেন।
১১.৫৬
পেসার হাসান মাহমুদ খেলবেন খুলনা টাইগার্সে।
১১.৫৫
উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস ঢাকা ক্যাপিটালস খেলবেন
১১.৫৪
পেসার তাসকিন আহমেদ দুর্বার রাজশাহীতে
১১.৪৪
দেশিদের মূল্য সর্বোচ্চ ৬০ লাখ, সর্বনিম্ন ১০ লাখ
ড্রাফটে দেশি ক্রিকেটারদের ৬ ক্যাটাগরিতে রাখা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে ১২ জন, পাবেন ৬০ লাখ টাকা করে। ‘বি’ ক্যাটাগরি ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরি ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরি ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরি ১৫ লাখ ও ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা করে।
১১.৪১
প্লেয়ার্স ড্রাফটে ৪৩৪ বিদেশি
ড্রাফটে নাম দিয়েছেন ৪৪০ জন বিদেশি ক্রিকেটার। যার ৬ জন সরাসরি চুক্তিতে দল পেয়ে গেছেন।
১১.৩৭
৭ ফ্র্যাঞ্চাইজির ৩টি নতুন
গত বছরের মতো এবারও বিপিএলে অংশ নিচ্ছে ৭ ফ্র্যাঞ্চাইজি। যার মধ্যে নাম-মালিকানা বদল হয়েছে তিনটির- ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর। ঢাকা খেলবে ঢাকা ক্যাপিটালস নামে, চট্টগ্রাম খেলবে চিটাগং কিংস নামে। এবার নতুন এসেছে দুর্বার রাজশাহী। অংশ নিচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১১.৩১
প্লেয়ার্স ড্রাফটে চিত্রনায়ক শাকিব খান, বিপিএল ঘিরে ভিন্ন আমেজ।

১১.২৫
প্লেয়ার্স ড্রাফটের শুরুতে বক্তব্য রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

১১.২৪
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাজ্জাদ খান। দ্রুত আপডেট পেতে চোখ রাখুন লাইভ ব্লগে।
১১.২২
বিপিএলের ১১তম আসরে ঢাকা ক্যাপিটালসের মালিক ঢালিউড চিত্রনায়ক শাকিব খান। আসরের প্লেয়ার্স ড্রাফটে এসেছেন তিনি।

১১.১৯
এবারের বিপিএলের ৭ দলের নাম পরিচিতি
ঢাকা ক্যাপিটালস
চট্টগ্রাম কিংস
ফরচুন বরিশাল
সিলেট স্ট্রাইকার্স
খুলনা টাইগার্স
রংপুর রাইডার্স
দুর্বার রাজশাহী
১১.১৬
জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে খুলনা টাইগার্স। তাকে ‘গেম-চেঞ্জার’ অভিহিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত মৌসুমে মিরাজ খেলেছিলেন ফরচুন বরিশালে, সহ-অধিনায়ক ছিলেন, শিরোপা জিতেছেন। এবার পুরনো দল খুলনায় ফিরলেন। ২০১৯-২০ মৌসুমে খুলনার হয়ে খেলে ফাইনালে উঠে শিরোপা অধরা ছিল তার।
১১.০৭
সাকিব আল হাসান চিটাগং কিংসে খেলবেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইটের কোচিংয়ে। ড্রাফটের আগেই ৬ বিদেশিকে সরাসরি চুক্তিতে নিয়েছে ফ্যাঞ্চাইজিটি। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী, শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ, লঙ্কান তারকা বিনুরা ফের্নান্দো, পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম জুনিয়র-হায়দার আলী-উসমান খানকে টেনেছে তারা।
১০.৪০
দল বদলালেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্স ছেড়ে টাইগার অলরাউন্ডার নাম লিখিয়েছেন চিটাগং কিংসে। সাকিব ও শরিফুল ইসলামকে সরাসরি চুক্তিতে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
১০.৩৫
১১তম আসর আয়োজন ঘিরে ড. মুহাম্মদ ইউনূসের পরামর্শ নেয়া হচ্ছে।
১০.২০
ফরচুন বরিশালেই থাকছেন দুই অভিজ্ঞ তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটিতে সরাসরি চুক্তিতে যোগ হয়েছেন তাওহীদ হৃদয়।
১০.১৩
জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে খুলনা টাইগার্স। আগের মৌসুম থেকে তারা ধরে রেখেছে আফিফ হোসেন ধ্রুবকে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকেও ধরে রেখেছে তারা।
১০.০৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ আসরের প্লেয়ার্স ড্রাফট সোমবার। মারকুটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ১১তম আসরের নিলাম শুরু সকাল ১১টায়।








