চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কর্ণফুলী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

KSRM

রাঙ্গামাটিতে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র সিরাজুল আরেফিন আকিব (২২) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সিরাজুল আরেফিন আকিব (২২) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র (পিডিবির) তে কর্মরত শহীদুল ইসলাম বাবুর ছেলে। আকিব পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এ অধ্যয়নরত ছিলো বলে তার বন্ধুরা জানান।

বৃহস্পতিবার ১৮ মে সকালে নিহত সিরাজুলের লাশ উদ্ধার করা হয়। কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান , বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী, নৌ বাহিনী ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা আকিবের লাশটি কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলা সংলগ্ন কর্ণফুলী নদী থেকে উদ্ধার করেন। এর আগে গতকাল বুধবার বেলা সাড়ে ১২ টায় গোসলে নেমে আকিব নিখোঁজ হন।

Bkash July

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, গত বুধবার নিখোঁজ হওয়া যুবকের খোঁজে সন্ধ্যা পর্যন্ত কর্ণফুলী নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদীর যে প্রান্তে সে নিখোঁজ হয়েছিলো সেখানে তার লাশটি পাওয়া যায়।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও তাঁর পরিবারের সম্মতিতে লাশটি পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View