ব্যাঙের বিয়ের দেন মোহর ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা
নেই বৃষ্টিপাত, সাথে প্রচণ্ড দাবদাহ। পুড়ছে ঠাকুরগাঁওসহ উত্তরের জনপদ। জনজীবনে দেখা দিয়েছে নাভিশ্বাস। এমন খরায় ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে-সেই সংস্কার থেকে থেকে ঠাকুরগাঁওয়ে ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা দেন মোহর ধার্য্য করে ইসলাম ধর্মের রীতি মেনেই মেঘ-বৃষ্টি নামে দু’ব্যাঙের আনুষ্ঠানিক বিয়ে দেওয়া হয়েছে। নিমন্ত্রণ করে খাওয়ানো হয়েছে সাধারণ মানুষদের।
হলুদ বাটা, গায়ে হলুদ, দল বেধে বিয়ের গীত গাওয়া, ইজাব-কবুল করার মত আয়োজন করে বৃষ্টির আশায় ঘটা করে দেওয়া হয়েছে দুই ব্যাঙের বিয়ে।
ঠাকুরগাঁওসহ আশপাশের জেলায় কয়েক দিন ধরে দাবদাহ বয়ে যাচ্ছে।…