
নেই বৃষ্টিপাত, সাথে প্রচণ্ড দাবদাহ। পুড়ছে ঠাকুরগাঁওসহ উত্তরের জনপদ। জনজীবনে দেখা দিয়েছে নাভিশ্বাস। এমন খরায় ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে-সেই সংস্কার থেকে থেকে ঠাকুরগাঁওয়ে ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা দেন মোহর ধার্য্য করে ইসলাম ধর্মের রীতি মেনেই মেঘ-বৃষ্টি নামে দু’ব্যাঙের আনুষ্ঠানিক বিয়ে দেওয়া হয়েছে। নিমন্ত্রণ করে খাওয়ানো হয়েছে সাধারণ মানুষদের।
হলুদ বাটা, গায়ে হলুদ, দল বেধে বিয়ের গীত গাওয়া, ইজাব-কবুল করার মত আয়োজন করে বৃষ্টির আশায় ঘটা করে দেওয়া হয়েছে দুই ব্যাঙের বিয়ে।
ঠাকুরগাঁওসহ আশপাশের জেলায় কয়েক দিন ধরে দাবদাহ বয়ে যাচ্ছে। গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জন-জীবন। তীব্র দাবদাহ থেকে বাঁচতে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার নারায়পুর প্রধান পাড়ায় বুধবার আয়োজন করা হয় এমন বিয়ের। আয়োজকদের বিশ্বাস ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি নেমে আসবে। ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা দেন মোহর ধার্য্য করে ইসলামী ভাব ধারায় আয়োজন করা এ বিয়ের। দেখতে ঢল নামে নারী পুরুষের।
লোকজ বিশ্বাস থেকে প্রবহমান বাংলা এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানান পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির।
বিজ্ঞাপন