চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ব্যাঙের বিয়ের দেন মোহর ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা

KSRM

নেই বৃষ্টিপাত, সাথে প্রচণ্ড দাবদাহ। পুড়ছে ঠাকুরগাঁওসহ উত্তরের জনপদ। জনজীবনে দেখা দিয়েছে নাভিশ্বাস। এমন খরায় ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে-সেই সংস্কার থেকে থেকে ঠাকুরগাঁওয়ে ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা দেন মোহর ধার্য্য করে ইসলাম ধর্মের রীতি মেনেই মেঘ-বৃষ্টি নামে দু’ব্যাঙের আনুষ্ঠানিক বিয়ে দেওয়া হয়েছে। নিমন্ত্রণ করে খাওয়ানো হয়েছে সাধারণ মানুষদের।

হলুদ বাটা, গায়ে হলুদ, দল বেধে বিয়ের গীত গাওয়া, ইজাব-কবুল করার মত আয়োজন করে বৃষ্টির আশায় ঘটা করে দেওয়া হয়েছে দুই ব্যাঙের বিয়ে।

Bkash

ঠাকুরগাঁওসহ আশপাশের জেলায় কয়েক দিন ধরে দাবদাহ বয়ে যাচ্ছে। গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জন-জীবন। তীব্র দাবদাহ থেকে বাঁচতে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার নারায়পুর প্রধান পাড়ায় বুধবার আয়োজন করা হয় এমন বিয়ের। আয়োজকদের বিশ্বাস ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি নেমে আসবে। ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা দেন মোহর ধার্য্য করে ইসলামী ভাব ধারায় আয়োজন করা এ বিয়ের। দেখতে ঢল নামে নারী পুরুষের।

লোকজ বিশ্বাস থেকে প্রবহমান বাংলা এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানান পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View