চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জেলে অনশন করছেন আলভেজ

যৌন নিপীড়নের অভিযোগে গত জানুয়ারি থেকে স্পেনের কারাগারে আছেন দানি আলভেজ। সম্প্রতি খরব রটেছে, জেলে ‘খাওয়া-দাওয়া’ বন্ধ করে দিয়েছেন এবং নিজেকে ‘সেলের মধ্যে আবদ্ধ’ করে রাখছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

স্প্যানিশ একটি গণমাধ্যম দাবি করছে, বার্সেলোনার সাবেক এই খেলোয়াড় জোয়ানা সানজ থেকে বিচ্ছেদ হওয়ার পর দিনের বেশিরভাগ সময় ‘খেতে অস্বীকার করছেন’ এবং ‘তার সেলে আটকে রাখছেন’।

Bkash July

গণমাধ্যমটিতে দাবি করা হয়, সানজ ইনস্টাগ্রামের মাধ্যমে ঘোষণা করতে এসেছিলেন যে তিনি আলভেজ থেকে বিচ্ছেদ করছেন, যা বার্সেলোনার সাবেক তারকাকে অবাক করে দিয়েছে।

রিপোর্টে আরও বলা হয়, আলভেজ তার ঘনিষ্টজনদের বলেছেন, সানজ তাকে ভালোবাসে এবং অভিযোগ থেকে মুক্তি পাওয়া পর্যন্ত তার পাশে থাকবেন। ‘আলভেজ সম্পূর্ণরূপে ভেঙ্গে পড়েছে এবং খুব নার্ভাস।

Labaid
BSH
Bellow Post-Green View