চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সবচেয়ে জনপ্রিয় অক্ষয়, এরপরেই শাহরুখ!

ভারতের মিডিয়া ফার্ম ওর-ম্যাক্সের করা এক জরিপের তথ্য নিয়ে তৈরি করা হয়েছে ডিসেম্বরের সবচেয়ে জনপ্রিয় বলিউড তারকাদের তালিকা। এই তালিকার শীর্ষে আছেন অক্ষয় কুমার। এরপরেই আছে শাহরুখের নাম।

গত বছরটা অক্ষয়ের খুব একটা ভালো কাটেনি। রক্ষা বন্ধন ও রাম সেতু টেনেটুনে মূলধন তুলেছে। তবুও তালিকার প্রথম স্থান অর্জন করেছেন অক্ষয়।

Bkash July

তালিকার তৃতীয় স্থানে আছেন সালমান খান। দশ জনের তালিকায় সালমানের পরে আছেন রণবীর কাপুর, অজয় দেবগণ, রণবীর সিং ও বরুণ ধাওয়ান। আমির আছেন নবম স্থানে। আর সবশেষে আছে কার্তিক আরিয়ানের নাম।

চলতি বছর অক্ষয়ের অনেকগুলো ছবি মুক্তির অপেক্ষায়। এবছর মুক্তির তালিকায় আছে সেলফি, ওএমজিটু এবং বড় মিয়া ছোট মিয়া টু।

Reneta June

সূত্র: হিন্দুস্তান টাইমস

Labaid
BSH
Bellow Post-Green View