চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পুকুরে ডুবে দুই শিশুসহ মায়ের মৃত্যু

KSRM

দিনাজপুরে পুকুরের পানিতে ডুুুুবে মা ও তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার শশরা ইউনিয়নের ভবাই নগর চুনিয়াপাড়া এলাকার এ ঘটনা ঘটেছে। পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুরের কোনও এক সময়ে পানিতে ডুবে মৃত্যু হয় তাদের।

মারা যাওয়া তিন জন হলো- চুনিয়াপাড়া এলাকার উজ্জ্বল দেবনাথের স্ত্রী অষ্টমী দেবনাথ (২৮) এবং তার দুই সন্তান গৌতম দেবনাথ (৮) ও প্রিতম দেবনাথ (৩)।

Bkash July

স্থানীয়রা জানান, দুপুরের পর অষ্টমী দেবনাথ বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে কাপড় ধোয়ার জন্য যান। এ সময় তার দুই সন্তানও সঙ্গে ছিল। একপর্যায়ে সন্তানরা গোসল করার সময় পানিতে ডুবে গেলে তাদের বাঁচাতে মা অষ্টমী দেবনাথও পুকুরে ঝাঁপিয়ে পড়েন। তখন তিনিও ডুবে যান।

সন্ধ্যার একটু আগে স্থানীয় একজন ওই পুকুরের পাড়ে গেলে দুই সন্তানের লাশ ভাসতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা এসে লাশ উদ্ধার করে। কিছুক্ষণ পরে মায়ের লাশও ভেসে উঠে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়।

Reneta June

শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদ আলী রানা জানান, পানিতে ডুবে মা ও তার দুই শিশুর মৃত্যু হয়েছে। হয়তো কোনও কাজে পুকুরে গিয়েছিল। প্রচণ্ড গরমে পুকুরে গোসল করতে গিয়েও এটি হতে পারে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই সন্তানকে বাঁচাতে গিয়ে মা ও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View