চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হঠাৎ কী হলো টেইলর সুইফটের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার?

টেইলর সুইফটের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হঠাৎ করেই ব্ল্যাক আউট হয়ে গেছে। শুক্রবার থেকেই ভক্তরা এই বিষয়টি খেয়াল করেছেন।

টেইলর সুইফটের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার অ্যাকাউন্টে গিয়ে দেখা গিয়েছে যে তার আগের অনেকগুলো পোস্ট এবং ছবি গায়েব হয়ে গিয়েছে। এমনকি তার প্রোফাইল পিকচারও নেই। হঠাৎ এমন পরিবর্তনে অনেক ভক্তই ভেবে নিয়েছেন যে হ্যাকারদের কবলে পড়েছে টেইলর সুইফটের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া। কিন্তু অনেকে আবার একটু ভিন্ন চিন্তাও করছেন। কারও কারও মতে ২০১৪ এর পরে টেইলরের হয়তো নতুন অ্যালবাম আসছে এবার। আর তাই প্রচারণার জন্য এই পদ্ধতি বেঁচে নিয়েছেন টেইলর সুইফট। সত্যিই যদি নতুন অ্যালবাম আসে, তাহলে এটা হবে তার ষষ্ট একক এ্যালবাম।

টেইলরের পক্ষ থেকে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। তাই ঠিক কী হয়েছে তার অ্যাকাউন্ট এবং ওয়েবসাইটগুলোর, তা বোঝা যাচ্ছে না। তবে টেইলরের ফেসবুক পেজে এখনো কিছু পুরানো পোস্ট আছে। তবে কোনটাই ২০১৫ এর পরের পোস্ট নয়। বিবিসি।