চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সান্ত্বনার জয় চায় ভারত

তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে মোকাবিলার কৌশল আবিস্কার করেছে ভারত। তবে তা মিডিয়াকে জানাতে নারাজ ভারতীয় দল। মঙ্গলবার অনুশীলন শেষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমন কথা জানান রবিচন্দন অশ্বিন।

শেষ ম্যাচ নিয়ে দলের চিন্তা-ভাবনা তুলে ধরে স্পিনার অশ্বিন জানান, সিরিজ হেরে গেলেও শেষ ম্যাচে একটা সান্ত্বনার জয় চায় ভারত। আর প্রথম দুই ম্যাচের সঙ্গে সিরিজ হারকে সাময়িক ব্যর্থতা হিসাবেই দেখছে তারা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

প্রথম দুই ম্যাচে ভারতের ১১ জন ব্যাটসম্যানকে আউট করেছেন মুস্তাফিজ। তাকে নিয়ে শেষ ম্যাচে আলাদা কোনো প্রস্তুতি আছে কিনা জানতে চাই অশ্বিন বলেন, ‘তৃতীয় ওয়ানডেতে মুস্তাফিজকে নিয়ে আমরা অবশ্যই কৌশল নির্ধারণ করেছি। তবে মিডিয়াকে সে ব্যাপারে কিছু জানাবো না।’

ভারত গত বছর ৭৫ শতাংশ ওয়ানডে ম্যাচ জিতেছে। এমন পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, আমরা সিরিজ হেরে গেলেও এটা সাময়িক ব্যর্থতা হিসাবেই দেখছি। তবে শেষ ম্যাচটা জিতেই ফিরতে চাই।

সিরিজ হারলেও দলের ভেতরের পরিবেশ ভালো বলেও জানান এ ভারতীয় স্পিন অলরাউন্ডার।