চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সাংহাইয়ে লকডাউন কঠোর করেছে কর্তৃপক্ষ

করোনা সংক্রমণ বাড়ায়

চীনের সাংহাইয়ে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে লকডাউন শুরুর দ্বিতীয় দিনেই বিধিনিষেধ আরও কঠোর করেছে কর্তৃপক্ষ।

দেশটির সর্বোচ্চ জনবহুল শহরটির পূর্ব অংশের বাসিন্দাদের বাড়ি থেকে বের হওয়া-এমনকি পোষা কুকুর নিয়ে বাসার বাইরে হাঁটাহাটি করার ক্ষেত্রে বিধিনিষেধ দিয়েছে কর্তৃপক্ষ।

এনডিটিভি তাদের প্রতিবেদনে বলছে: শহরটিতে শনাক্ত দৈনিক ৪ হাজার ৪৭৭ অতিক্রম করেছে। এমন পরিস্থিতিতে করোনা শনাক্তকরণ পরীক্ষা ছাড়া বাসার বাইরে বের হবার ক্ষেত্রে বিধি-নিষেধ দিয়েছে কর্তৃপক্ষ। কেননা যারা এখন করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশেরই কোন ধরণের উপসর্গ নেই।

লকডাউনকৃত এলাকায় এখন পর্যন্ত ১৭ হাজার স্বাস্থ্যকর্মী তাদের কাজ শুরু করেছে। তারা এরই মধ্যে ৮২ লাখের বেশি মানুষের করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে।

প্রাদুর্ভাব বাড়তে থাকায় সাংহাই শহরকে দুই ভাগে ভাগ করে লকডাউন দিয়েছে কর্তৃপক্ষ। পূর্ব অংশ লকডাউন চলবে  ২৮ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত, অপর অংশে লকডাউন শুরু হবে ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত।