চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘সঙ্গীত বুঝতে হলে একে ভালোবাসতে হবে’

জনপ্রিয় জাদুশিল্পী জুয়েল আইচ। তিনি শুধু ম্যাজিশিয়ান হিসেবেই পরিচিত নন, ভালো ছবি আঁকেন, বাঁশি বাজান, পড়াশোনার পরিধি বিস্তৃত এবং নিজের কাজটাও করেন সবচেয়ে ভালোভাবে।

আজ বৃহস্পতিবার তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্টাট্যাসে সঙ্গীতের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে লিখেন, ‘সঙ্গীতই নিরীহ একমাত্র শিল্প, যে বোবা কান্নায় নিষ্পাপ শ্রোতাকে কাঁদায় হাসায় নাচায়।  এখানে নেই কোন ডিজিটাল যান্ত্রিক চাতুরতা।

সঙ্গীত তাকেই বলি যে অদৃশ্য শক্তিতে শ্রোতার হৃদয় চিরে বুকের ভিতরে ঢুকে যায়। অতুলনীয় এ সম্পদ চিরদিন ছিল, আছে, থাকবে। কোনো কথা নয়, শুধুই অদৃশ্য সুরের তীব্র আবেগ।

অমর এ জিনিস ভালোবাসা চায়। ‘সঙ্গীত বুঝতে হলে একে ভালোবাসতে হবে। এ এক অলৌকিক প্রেম। এ স্বর্গীয়।

প্রেম বিহীন যৌনতা যার; তার জীবনের ষোলআনাই মিছে।

সঙ্গীতের সুর যা আমাকে দু’হাত তুলে বুকে জড়িয়ে নেয় তা-ই আমার কাছে নিখাদ প্রেম।’

জুয়েল আইচের ফেসবুক থেকে নেওয়া।