চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শ্রীমঙ্গলে শ্রমিক-বিজিবি লঙ্কাকাণ্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সাথে স্থানীয় শ্রমিক-জনতার সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে সিলেটটুডে২৪.কম।

বৃহস্পতিবার বিকালে এক পরিবহন শ্রমিকনেতার ও বিজিবির এক কর্মকর্তার মধ্যে কথা কাটাকাটির জের ধরে ঘটনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার পানসী রেস্টুরেন্টে খাবার খেতে আসেন বিজিবির একজন কর্মকর্তা। এসময় কথা কাটাকাটির জের ধরে ওই পরিবহন শ্রমিকনেতা বিজিবি কর্মকর্তাকে মারধর করেন। এতে ওই কর্মকর্তা আহত হন।

এ খবর বিজিবি ৯ সেক্টরের সদরদপ্তরে পৌঁছালে বর্ডার গার্ড সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষদেরকে মারধর করেন। এ সময় বিজিবি সদস্যরা নির্বিচারে দোকানপাট ও গাড়ি ভাংচুর করে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পরে শ্রমিক ও ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের ওপর পাল্টা হামলা করলে সংঘর্ষ বেঁধে যায়।

শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর দেব জানান, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বিজিবি তাদের ব্যারাকে ফিরে গেছে।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে বলে জানা গেছে।