চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শাহাদাত-রুবেল-আরাফাত সানির পর শহীদ

শাহাদাত হোসেন, রুবেল হোসেন আর আরাফাত সানির পর এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শহীদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এদের কেউ গৃহকর্মী নির্যাতন আর কেউ স্ত্রী-বান্ধবীদের নিয়ে ঝামেলায় অভিযুক্ত। জাতীয় দলের সঙ্গে বিভিন্ন ট্যুরে এবং বিপিএলেও কয়েকজন ক্রিকেটারকে অনৈতিক কর্মকাণ্ডের জন্য গণমাধ্যমের খবরে আসতে দেখা গেছে। জেল, জরিমানা, নিষেধাজ্ঞাসহ নানা শাস্তির পরও তালিকায় নতুন নতুন নাম যোগ হচ্ছে। সর্বশেষ যুক্ত হলো নারায়ণগঞ্জ থেকে উঠে আসা ক্রিকেটার মোহাম্মদ শহীদের নাম। পরিশ্রমী পেসার হিসেবে তার বেশ সুনাম। অথচ তার বিরুদ্ধে উঠেছে স্ত্রী নির্যাতন ও নিজের কন্যা শিশুকে অস্বীকারের মতো গুরুতর অভিযোগ। শহীদের স্ত্রী ফারজানা অভিযোগ করলেও একে বানোয়াট বলে দাবি করেছেন শহীদ। ফারজানার পারিবারিক সূত্রে জানা গেছে, শহীদকে তারা সাতদিনের সময় দিয়েছেন। এর মধ্যে দুইদিন চলে গেছে। বাকি দিনগুলোতে শহীদ তাদের ভাষায় ‘পথে না এলে’ থানায় মামলা করবেন। বিষয়টি গণমাধ্যমে আসায় ক্রিকেটপ্রেমী জনগণের মধ্যে তারকা ক্রিকেটারদের নিয়ে নেতিবাচক ধারণা ও সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। বিষয়টি শুধুমাত্র শহীদকে নয়, দেশের প্রতিনিধিত্ব করা সকল ক্রিকেটারের জন্য ক্ষতিকর বলে আমরা মনে করি। ক্রিকেটারদের মূল্যবোধ ও আত্মসচেতনতার অভাবকে এসবের জন্য দায়ী করে থাকেন ক্রিকেটবোদ্ধা ও মনোবিদরা। ক্রিকেটারদের নিয়ন্ত্রক ও পৃষ্ঠপোষক সংস্থা বিসিবি বিভিন্ন সময়ে এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে। তবে, বিষয়টির সঙ্গে ক্রিকেটারদের মানসিক উৎকর্ষতা নিয়েও কাজ করার সময় এসেছে বলে আমরা মনে করি। ক্রিকেটাররা দেশের লাখ লাখ কিশোর-তরুণের কাছে ‘আইকন’। তারা ভবিষ্যতে আরও দায়িত্বশীল আচরণ করবে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর সমাধানের পথ খুঁজবে বলে আমরা আশা করি।