চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাষ্ট্রপতির আহ্বানকে নির্দেশ মনে করা হোক

কেন্দ্রীয়ভাবে কিংবা আঞ্চলিকভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানে পদক্ষেপ নেওয়ার জন্য পাবলিক এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিরাট ভোগান্তিতে পড়তে হয়। শিক্ষামন্ত্রণালয় এবং ইউজিসিকে বিষয়টি গুরুত্বসহ দেখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, উচ্চতর শিক্ষার সুযোগ সৃষ্টি করা সবার দায়িত্ব। বিগত বছরগুলোর মতো এবারও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষার্থীদের খাওয়া, থাকা ও যাতায়াতে বড় ধরনের সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। এতে অনেক সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন এবং ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছেন না। এমন এক সময় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টির প্রতি দৃষ্টি দেওয়ার আহ্বান জানানো হয়েছে যখন গণমাধ্যমে নিয়মিতই সমস্যাটি তুলে ধরা হচ্ছে। চলতি সপ্তাহেই চ্যানেল আই অনলাইন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। চ্যানেল আই’র পর্দায়ও তুলে ধরা হয়েছে ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের এক শহর থেকে অন্য শহরে ছুটতে গিয়ে যে ভোগান্তি পোহাতে হয় তার চিত্র। শুধু তাই নয়। অনেক শিক্ষার্থীর পরিবারের জন্যই এতোগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনপত্র, যাতায়াত এবং থাকা-খাওয়ার খরচ বহন সম্ভব হয় না। যে বছর যে শিক্ষার্থীদের এরকম কষ্টের মধ্য দিয়ে যেতে হয় সে বছর সেই শিক্ষার্থী এবং তাদের পরিবারগুলো এ নিয়ে উচ্চকিত হন। গণমাধ্যমেও তুলে ধরা হয় দুর্দশার চিত্র। নাগরিক সমাজের শীর্ষ ব্যক্তিরাও এ বিষয়ে কথা বলেন। কিন্তু, কোনভাবে ভর্তি পরীক্ষার মওসুম শেষ হয়ে গেলে স্বভাবতঃই ভোগান্তির শিকার শিক্ষার্থীরা চুপচাপ হয়ে যান। পরের বছরের শিক্ষার্থীরা একইরকম ভোগান্তিতে পড়ার আগে এ নিয়ে তেমন আর কোন কথা হয় না। শিক্ষার্থীদের এতো বড় সমস্যা নিয়ে ছাত্রসংগঠনগুলোও নীরব থাকে। তবে, এবার যেহেতু স্বয়ং রাষ্ট্রপতি বিষয়টির দিকে মনোযোগী হতে বলেছেন তাই আমরা আশা করবো– শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলো এর প্রতি উপযুক্ত গুরুত্ব দেবে। পুরোপুরি কেন্দ্রীয়ভাবে সম্ভব না হলেও অঞ্চলভিত্তিক কিংবা অন্য কোন ব্যবস্থায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠানে তারা যত্নবান হবেন বলে আমরা আশা করছি।আর এমন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টিপাত করায় মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। আমরা আশা করবো, মহামান্য রাষ্ট্রপতির আহ্বান এবং পরামর্শকে সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলো নির্দেশ হিসেবে বিবেচনা করে সমস্যাটির সমাধানে দ্রত উদ্যোগী হবেন।