চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাতে মাঠে নামছে বার্সা

বড়দিনের ছুটি কাটিয়ে আবারো মাঠের লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছেন খেলোয়াড়রা। স্প্যানিশ লা লিগায় এস্টাডিও কর্নিলায় এসপানিওলের বিপক্ষে লড়বে বার্সেলোনা।

নতুন বছরে জয় দিয়েই লিগ শুরু করতে চায় বার্সা। নিজেদের মাঠে বার্সেলোনাকে ছাড় দিতে নারাজ এসপানিওল।

বার্সা বস লুইস এনরিকে গোলডটকমকে বলেছেন, ২০১৫ সালে আমরা কেমন খেলেছি তা ২০১৬ সালে দেখলে চলবে না। নতুন বছরে আমরা আরো ক্ষিপ্রতার সঙ্গে খেলতে চাই। জয়ের জন্য প্রতিটি ম্যাচ লড়তে চাই।

লা লিগায় বার্সার বিপক্ষে এসপানিওলের শেষ জয়টি ছিল ২০০৭ সালে। এসপানিওলের সঙ্গে শেষ বারো ম্যাচে একবারও হারেনি লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচটি শুরু হবে রাত ন’টায়। স্যাটেলাইট চ্যানেল সনি কিক্স ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

অপরদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। একের পর এক হার আর ড্রয়ে রীতিমতো কোণঠাসা হয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড এখন ঘুরে দাঁড়াতে মরিয়া। তবে এর জন্য কোনো ‘জাদু মন্ত্র’ নেই লুই ভ্যান গলের হাতে। সাফল্য পেতে দল ও ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতির কোনো বিকল্প নেই বলেই মনে করেন দলটির কোচ।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ নিজেদের মাঠে সোয়ানসি সিটির মুখোমুখি হবে ইউনাইটেড। ইপিএলের ১৯ রাউন্ড শেষে ষষ্ঠ স্থানে থাকা ম্যানইউর পয়েন্ট ৩০। সমান পয়েন্ট নিয়ে সাতে থাকা লিভারপুলের প্রতিপক্ষ আজ ওয়েস্ট হ্যাম। শীর্ষ তিনে থাকা আর্সেনাল, লেস্টার সিটি ও ম্যানসিটিও মাঠে নামছে আজ।

পয়েন্ট টেবিলের সিংহাসন ধরে রাখতে নিউক্যাসলের বিপক্ষে জিততেই হবে আর্সেনালকে। গানারদের সমান ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা লেস্টার খেলবে বোর্নমাউথের বিপক্ষে। আর ম্যানসিটির প্রতিপক্ষ ওয়াটফোর্ড।