চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিনা পারভীনের মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সেলিনা পারভীন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।

বর্ণাঢ্য কর্মজীবনে অধ্যাপক ড. সেলিনা পারভীন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও অধ্যাপক ছিলেন। তিনি প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার পাঁচটি গ্রন্থ ও উল্লেখযোগ্য প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী এবং এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

মঙ্গলবার বাদ মাগরিব বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এবং পরে নগরীর চন্ডীপুর জামে মসজিদে অধ্যাপক সেলিনা পারভীনের জানাযা শেষে হেতেম খাঁ কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এবং উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

এক শোক বার্তায় তারা বাংলাদেশে প্রাণিবিদ্যা বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় অধ্যাপক সেলিনার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।