চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

যেখানে কাজ করেন, সে জায়গারই বদনাম করেন: কঙ্গনাকে মুখ্যমন্ত্রীর খোঁচা

উদ্ধব ঠাকরের সঙ্গে বিতর্ক থামছেই না কঙ্গনার। দশমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কৌশলে খোঁচা মেরেছেন কঙ্গনা রানাউতকে। নাম উল্লেখ না করে কঙ্গনা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে প্রশ্নের মুখে মহারাষ্ট্র সরকার ও মুম্বাই পুলিশ। এই মামলায় নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় টার্গেট করা হয়েছে উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরেকেও। এই প্রসঙ্গে কঙ্গনাকে খোঁচা মেরে উদ্ধব ঠাকরে বলেছেন, ‘যিনি বিহারের ছেলের পক্ষে ন্যায়বিচারের জন্য কাঁদছেন তিনিই মহারাষ্ট্রের ছেলে (আদিত্য ঠাকরে) এবং মুম্বাই পুলিশের চরিত্র বিশ্লেষণ করতে নেমেছেন। সরকার, আমাদের পরিবার এবং আদিত্যের আগে কলঙ্ক মাখানোর চেষ্টা করা হয়েছে। তবে, আমরা যেহেতু পরিষ্কার ছিলাম, তাই এসব নিয়ে ভাবছি না।’

মুম্বাইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন কঙ্গনা। এই প্রসঙ্গ আবার তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কেউ একজন মুম্বাইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বলেছিলেন। যেখানে কাজ করেন, সে জায়গারই বদনাম করেন।’

উদ্ভব ঠাকরে আরও বলেন, ‘এক ব্যক্তি বলেছেন পুরো মুম্বাই শহর নাকি মাদকের স্বর্গ। এই শহরের সবাই নাকি মাদকাসক্ত। মুম্বাই শহরের সম্মানহানি করা হলে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে।’

ভাইয়ের বিয়ে নিয়ে গত কিছুদিন ধরে বেশ ব্যস্ত ছিলেন কঙ্গনা রানাউত। উদ্ধব ঠাকরের এই মন্তব্যের বিপরীতে এখনও কোনো পাল্টা জবাব দেননি অভিনেত্রী। -টাইমস অব ইন্ডিয়া