চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসির অনুপস্থিতি নিয়ে মরক্কোর প্রশ্ন

লিওনেল মেসির চোট নিয়ে জল্পনা থাকলেও তা গুরুতর কিছু নয়। জাতীয় দলে হয়ে মরক্কোর বিরুদ্ধে খেলতে পারবেন না এ পর্যন্তই।

গত শুক্রবার ভেনেজুয়েলা ম্যাচে হারের পর আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে বার্সেলোনাও টুইট করে জানায়, ‘চোটের কারণে পরের আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে মেসি খেলবেন না।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

এই ঘোষণার পরই প্রশ্ন তুলেছে মরক্কো। মেসি কেনো তাদের বিপক্ষে খেলবেন না, সে বিষয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে ব্যাখ্যাও চেয়েছে মরক্কো ফেডারেশন।

ইনজুরির কারণে এরই মধ্যে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বার্সেলোনায় ফিরে গেছেন মেসি।

এক বিবৃতিতে মরক্কো ফুটবল ফেডারেশন বলছে, তারা এরইমধ্যে আয়োজক সংস্থাকে সব জানিয়েছে, আর চুক্তি অনুযায়ী মরক্কোর বিপক্ষে সেরা একাদশই খেলানোর কথা আর্জেন্টিনার।

ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে মেসি কুঁচকিতে চোট পেয়েছেন। এই চোট তার নতুন নয়। অতীতেও এই চোটে কাবু হয়েছেন। ২০১৬ ও ২০১৭তে জাতীয় দল ও বার্সেলোনার একাধিক ম্যাচে খেলতে পারেননি। সেই জায়গাতে নতুন করে চোট লেগেছে।

প্রাথমিকভাবে ধারণা, মারাত্মক কিছু নয়। একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। মেসির চোট নিয়ে যাবতীয় চিন্তা বার্সেলোনার। এপ্রিলের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তারপর লা লিগার কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। যে লিগে বার্সেলোনা এখনো শীর্ষে।