চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেলায় এসেছে কবিতার বই ‘নেক্সাস’

মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক মো. মামুন উদ্দীনের `কবিতার বই ‘নেক্সাস প্রকাশিত হয়েছে। এটি লেখকের প্রথম কবিতার বই। মেলার প্রথম দিন থেকে দাঁড়িকমা প্রকাশনীর ৬৬৬ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

এতে ‘বর্ষাকাল’, ‘মানবাধিকার’, ‘হে প্রভু’, ‘মাশরাফি’ প্রভৃতি শিরোনামে ২৬টি কবিতা রয়েছে। বইয়ের প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পূর্ব মুরাদপুর গ্রামের সন্তান মামুন উদ্দিন ২০১২ সাল থেকে নিয়মিত লিখছেন। চট্টগ্রামের একটি অনলাইন পত্রিকা দিয়ে তার কর্মজীবনের সূচনা হয়। এরপর কাজ করেছেন ইংরেজি দৈনিক ‘দি ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকায়।

বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। স্ক্রিপ্ট লেখায় আগ্রহ রয়েছে তার। নিয়মিত লিখছেন বাংলাদেশ বেতারে। এ ছাড়া তিনি বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন, অনলাইন পত্রিকায় নিয়মিত লেখালেখি করে থাকেন।