চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভয়াবহ দাবানলে কানাডায় জরুরি অবস্থা

কানাডার আলবার্টা প্রদেশের ফোর্ট ম্যাকমুরে শহরের ভয়াবহ দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। আলবার্টাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

গত ১ মে শুরু হওয়ার পর দাবানল এখনও ছড়িয়েই যাচ্ছে। অতিরিক্ত গরম ও প্রচণ্ড বাতাসে দাবানল নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রদেশটির ফার্স্ট মিনিস্টার র‌্যাচেল নোটলি।

দাবানলে এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৬শ’ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের ৮৮ হাজার বাসিন্দাকে এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আলবার্টার ইতিহাসে বাসিন্দা স্থানান্তরের ঘটনায় এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।

দাবানলে হুমকির মুখে রয়েছে বহু ঘরবাড়ি, প্রতিষ্ঠান এমনকি বিমানবন্দর এলাকাও। ঝুঁকি কমাতে আশপাশের তেল কোম্পানিগুলোকে তেলের সরবরাহ বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে। বেশ কিছু কোম্পানি ইতোমধ্যে তাদের তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে।

সামনের কয়েকদিনে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে বলে নোটলি আশঙ্কা প্রকাশ করেছেন। এক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।