চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভোটারদের উপস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রধান নির্বাচন কমিশনার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনসহ দুই সিটির সম্প্রসারিত ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

শুক্রবার সকালে সংসদ ভবনের সামনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার।

এসময় নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন: ডিএনসিসিতে স্বল্প মেয়াদের জন্য উপনির্বাচন হওয়া, একটি বড় রাজনৈতিক দল বিএনপির নির্বাচনে অংশ না নেওয়া এবং নির্বাচনের দিন প্রচুর বৃষ্টি হওয়ায় নির্বাচনের পরিবেশ যা ছিলো তা স্বাভাবিক। তাই ভোটার উপস্থিতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন।

সব প্রতিকূলতার মধ্য দিয়েও ভোটারদের অধিকার রক্ষায় নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিটি সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে শেষ হয়।

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। এরপর বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। মোট ভোটার ছিলেন ৩০,৩৫,৫৯৯জন।

এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বিজয়ী হয়েছেন।