চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাপ কা বেটা (ভিডিও)

বাপের বেটাই বটে। জিনেদিন জিদানের ২০০৬ বিশ্বকাপ ফাইনালের গুঁতো মনে করিয়ে দিলো ছেলে লুকা জিদান। ঘটনাটা কী? ম্যাচটা ছিলো অনূর্ধ্ব-১৭ মাদ্রিদ ডার্বি। মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী রিয়াল এবং আটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচেই প্রতিপক্ষ এক খেলোয়াড়কে গুঁতো মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জিদানের ছেলেকে।

রিয়ালের যুব দলের গোলকিপার লুকা জিদান। ঘটনার সূত্রপাত, দুই দলের ফুটবলারদের মধ্যে ঝামেলা শুরু হলে। তাতে জড়িয়ে পড়েন লুকাও।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মধ্যস্থতা করতে গিয়ে আটলেটিকোর এক ফুটবলারকে গুঁতো মারে লুকা। সঙ্গে সঙ্গে রেফারি তাকে লাল কার্ড দেখান। লুকার লাল কার্ড দেখার ঘটনার পাশাপাশি ম্যাচটাও ২-৪ হারে রিয়াল।

লুকার গুঁতো মনে করিয়ে দেয় ২০০৬ বিশ্বকাপ ফাইনালের তার বাবা জিনেদিন জিদানের সেই বিখ্যাত গুঁতো।

গুঁতো কাণ্ড দেখতে ক্লিক করুন-