চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বর্ণবাদের অপবাদ ঘুচিয়ে ভায়োলার হাতে অস্কার

এবারই প্রথম অস্কার জিতেছেন ভায়োলা ডেভিস। সেরা সহ–অভিনেত্রী বিভাগে ‘ফেন্সেস’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এই পুরস্কারের মধ্য দিয়ে বর্ণবাদের অপবাদ কিছুটা হলেও ঘুচলো অস্কারের। হলিউডের ‘ভিন্নরঙা’ একজন শিল্পী পেলেন এবার অস্কার । এর আগে আরও দুবার অস্কারে মনোনয়ন পেয়েছেন তিনি।

অশ্রুভেজা চোখে তিনি পুরস্কার হাতে নিয়ে বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমি একজন শিল্পী হয়েছি। কারণ কেবলমাত্র এই পেশার মানুষই বেঁচে থাকাটাকে উদযাপন করতে পারে।’

ভায়োলার সঙ্গে সেরা সহ-অভিনেত্রী বিভাগে অস্কারের জন্য লড়াই করেছেন নাওমি হ্যারিস (মুনলাইট), নিকোল কিডম্যান (লায়ন), অক্টোভিয়া স্পেনসার (হিডেন ফিগারস) ও মিশেল উইলিয়ামস (ম্যানচেস্টার বাই দ্য সি)।

এবার প্রায় শুরু থেকে অস্কারের বিরুদ্ধে বর্ণবাদের নানা অভিযোগ ওঠে। এবিসি।