চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অস্কারে বিদেশি ভাষায় সেরা আসগর ফারহাদির ছবি

অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কার চলে গেল ইরানী ছবি ‘দ্য সেলসম্যান’–এর হাতে। পার্সিয়ান ভাষার এ ইরানী চলচ্চিত্রটি নিয়ে কথা হচ্ছিল বেশ আগে থেকেই।

রাজধানী তেহরানের দুই মধ্যবিত্ত দম্পতির গল্প ‘দ্য সেলসম্যান’ ছবিটি। তাদের নাম এমাড আর রানা। পেশা শিক্ষকতা হলেও তাদের মন জুড়ে আছে অভিনয়ের নেশা। একটা নতুন অ্যাপার্টমেন্টে আসার পর তাদের সুযোগ হয় আর্থার মিলারের ‘ডেথ অব এ সেলসম্যান’ নাটকে অভিনয়ের। কিন্তু ধীরে ধীরে ভাঁটা পড়তে থাকে তাদের দাম্পত্য সম্পর্কে।

তবে আগেই জানানো হয়েছে, অস্কার আসর বর্জন করেছেন ছবিটির পরিচালক আসগর ফারহাদি এবং অভিনেত্রী তারানেহ আলীদুস্তিও। মূলত মুসলিম দেশগুলো থেকে নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশের নিষেধাজ্ঞা জারির প্রতিবাদেই তারা এই বর্জন করেছেন।

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে ইরানী চলচ্চিত্রের পোক্ত অবস্থান দাঁড়িয়ে গেছে বেশ আগেই। সেটা আবারও প্রমাণিত হলো। এবিসি।