চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রধানমন্ত্রীর বক্তব্য আদালতের ওপর প্রভাব: বিএনপি

প্রধানমন্ত্রী যেভাবে খালেদা জিয়ার মামলার বিষয় নিয়ে বক্তব্য দিচ্ছেন তা সুস্পষ্টভাবে আদালতের ওপর প্রভাব বিস্তার করবে বলে অভিযোগ করেছেন বিএনিপর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের নেতৃবৃন্দের বক্তব্য থেকে এটি সুস্পষ্ট হচ্ছে যে, খালেদা জিয়ার বিরুদ্ধে তারা নতুন নতুন ষড়যন্ত্র আঁটছেন। গত শুক্রবার জার্মানির মিউনিখে প্রধানমন্ত্রী বলেছেন প্রমাণ হলে খালেদা জিয়ার শাস্তি হবেই। তাঁর এই বক্তব্য কি প্রমাণ করে? তাহলে কী শেখ হাসিনা দেশনেত্রী খালেদা জিয়ার মামলা নিয়ে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন?

একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া নির্দলীয় সরকার ছাড়া কোন নির্বাচন হবে না দাবি করে রিজভী আহমেদ ঢাকায় অপরিকল্পিত রাস্তা সংস্কার করে পরিবেশ বিঘ্নিত করার জন্য সিটি মেয়রদের কঠোর সমালোচনা করেন।