চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নড়াইলে আমন ধানের ভালো ফলন

চলতি বছর নড়াইলে আমন ধানের ভালো ফলন পাওয়া গেছে। কারেন্ট পোকার আক্রমণসহ নানা রোগ বালাইয়ের হাত থেকে ফসল রক্ষা করে এখন ধান কাটা ও মাড়াই শুরু করেছে কৃষক। তবে ধানের ন্যায্য দাম নিয়ে সংশয়ে তারা। 

নড়াইলে এবার আমন ধানের লক্ষ্য ধরা হয়েছিলো ৩৪ হাজার ৭৪০ হেক্টর জমিতে। চাষ হয়েছে ৩৭৮৭৫ হেক্টরে। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকুলে থাকলেও কারেন্ট পোকা ও অন্যান্য রোগবালাই নিয়ে দুশ্চিন্তায় ছিলো কৃষক। এসব সমস্যা কাটিয়ে উঠলেও আটকে গেছে বাজার দরের কাছে এসে।

সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করা গেলে কিছুটা লাভবান হতে পারবে কৃষক, অভিমত কৃষি বিভাগের উপ-পরিচালক চিন্ময় রায়।

গত বছরের তুলনায় এ বছর তিন হাজার হেক্টর বেশি জমিতে আমন ধান চাষ হয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে