চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নির্বাচনে সকল ধরণের বৈধ অস্ত্র নিয়ে চলাচল নিষিদ্ধ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘নির্বাচনের দিন পর্যন্ত সকল ধরণের বৈধ অস্ত্র নিয়ে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা বৈধ অস্ত্র বহন করতে পারলেও প্রদর্শন করতে পারবেন না।’

বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এবার বৈধ অস্ত্র জমা নেয়া হচ্ছেনা। আইন শৃঙ্খলা বাহিনী যদি কারো বৈধ অস্ত্র থানায় জমা নিতে চান সেটা তারা করতে পারবে।

তিনি বলেন, সারাদেশে অবৈধ অস্ত্র কি পরিমাণে আছে তার সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও তা উদ্ধারে সব সময় কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।

নোয়াখালীতে যুবলীগ নেতা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ যদি মনে করেন হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন বানচাল করবেন তা এবার হতে দেয়া হবেনা।’