চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আশরাফুলের ১৩৬, সানজামুলের ৫ উইকেট

বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল ইস্ট জোন। কিন্তু সানজামুল ইসলামের বোলিং তোপে পাঁচশোর আগেই থেমেছে দলটি। বিসিএলের চতুর্থ রাউন্ডের আরেক ম্যাচে বড় লিডের পথে হাঁটছে সাউথ জোন।

রাজশাহীতে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৪৬৬ রানে অলআউট হয় ইস্ট জোন। প্রথম দিনে ৩ উইকেটে ৩৫৪ করেছিল দলটি। ১৮৩ রান নিয়ে দিন শুরু করা ওপেনার রনি তালুকদার ফিরেছেন মাত্র দুই রান যোগ করেই। সেঞ্চুরি করে অপরাজিত থাকা আরেক ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল থেমেছেন ১৩৬ রানে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ইস্টের ৪৬৬ রানে থামার পেছনে মূল কৃতিত্ব সানজামুল ইসলামের। আশরাফুলের উইকেটসহ প্রতিপক্ষের লেজও ছেঁটে দিয়েছেন নর্থ জোনের এ স্পিনার। নিয়েছেন ৫ উইকেট। আরেক স্পিনার সোহাগ গাজী ফিরিয়েছেন দুই ব্যাটসম্যানকে। পেসার ইবাদত হোসেনেরও শিকার দুই উইকেট।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জবাবটা ভালোই দিচ্ছে নর্থ। দিনশেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৭৮ রান। দুই ওপেনার জহুরুল ইসলাম ও জুনায়েদ সিদ্দিকী মিলে শুরুতেই তোলেন ৯৮ রান। দুজনেই অবশ্য আউট হয়েছেন। অধিনায়ক জহুরুল করেছেন ৬৫ ও জুনায়েদ ফিরেছেন ৫১ রানে।

চট্টগ্রামে সেন্ট্রাল জোনকে প্রথম ইনিংসে ২৬১ রানে অলআউট করে ৫ উইকেটে ৩০৯ রানে দিন শেষ করেছে সাউথ জোন। পাঁচ উইকেট হাতে রেখে তাদের লিড ৪৮ রান। ওপেনার এনামুল হক করেন ৭৭ রান। ফজলে মাহমুদ রাব্বী করেন ৭৪। অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান থেমেছেন ৭৮ রানে।