চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুর্নীতির দায়ে ১১ সৌদি রাজপুত্রসহ মন্ত্রী-সাবেক মন্ত্রী আটক

সৌদি আরবে নবগঠিত এক দুর্নীতি দমন কমিটি দুর্নীতির দায়ে ১১ রাজপুত্র, ৪ বর্তমান মন্ত্রী এবং ২০-২৫ জন সাবেক মন্ত্রীকে আটক করেছে। রাজকীয় নির্দেশনামার ভিত্তিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে ওই কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘটে।

বিশ্লেষকদের মতে, সৌদি যুবরাজ একদিকে যেমন দেশজুড়ে একটি বিস্তৃত সংস্কার প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে নিজের বাড়তে থাকা ক্ষমতাকে দৃঢ় করার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

বিবিসি জানায়, আটককৃতরা রাজপুত্র ও মন্ত্রী বলে জানানো হলেও এখনও তাদের নাম প্রকাশ করা হয়নি। শুধু নাম নয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কেও খোলাসা করে কিছু বলা হয়নি।

তবে আল-আরাবিয়া জানিয়েছে, ২০০৯ সালে জেদ্দায় হওয়া ভয়াবহ বন্যা এবং ২০১২ সালে সৌদি আরব জুড়ে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনায় নতুন করে তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে সম্পৃক্ততা সন্দেহে এত বেশি সংখ্যক মানুষকে একসাথে আটক করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, নবগঠিত দুর্নীতি দমন কমিটিকে গ্রেপ্তারি পরোয়ানা এবং ভ্রমণে নিষেধাজ্ঞা জারির ক্ষমতা দেয়া হয়েছে।

দুর্নীতির দায়ে আটকের ঘটনা ছাড়াও সম্প্রতি সৌদি ন্যাশনাল গার্ড এবং নৌবাহিনীর প্রধানদের হঠাৎ করেই তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। দেশজুড়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বরখাস্ত করার ধারাবাহিকতায় তারা এখন পর্যন্ত সর্বশেষ।

এসপিএ জানায়, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ন্যাশনাল গার্ড বিষয়ক মন্ত্রী রাজপুত্র মিতেব বিন আবদুল্লাহ এবং নৌবাহিনী কমান্ডার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সুলতান বিন মোহাম্মদ আল-সুলতানকে তাদের পদ থেকে অব্যাহতি দেন। কিন্তু অব্যাহতির আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনও দেয়া হয়নি।