চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ড. ইউনুসের প্রশংসা করায় অর্থমন্ত্রীর সমালোচনা করলেন প্রধানমন্ত্রী

ক্ষুদ্রঋণের মাধ্যমে ড. ইউনুস দারিদ্র্য বিমোচনে অবদান রেখেছেন বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে মন্তব্য করেছেন, তার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্রঋণ দারিদ্র্য কমায় না, এতে দারিদ্র্য লালন-পালন হয়।’

শনিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ক্ষুদ্রঋণ দারিদ্র্য কমায় না, যারা এই ঋণের ব্যবসা করে তাদের লাভ হয়। অর্থমন্ত্রী এসব বিবেচনায় না নিয়ে এমন একজনের প্রশংসা করেছেন যার কারণে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিল হয়ে গেছে।’

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার দারিদ্র্যের হার ৬০ শতাংশ থেকে নামিয়ে ২২ শতাংশ করেছে। এটা আরো কমাবে। যদি ক্ষুদ্রঋণ দারিদ্র্য বিমোচন করত, তাহলে কেন এই হার এক সময় ৬০ শতাংশ ছিল।

‘কদিন আগে আমাদের অর্থমন্ত্রী খুব ক্ষুদ্রঋণের প্রশংসা করে বললেন যে, ক্ষুদ্রঋণের জন্য নাকি দারিদ্র্য বিমোচন হয়েছে। দারিদ্র্য বিমোচন যদি তার জন্যই হতো, তাহলে আর ৬০ ভাগের মতো দারিদ্র্য থাকে কেন, কীভাবে? আর এটা ২২ ভাগে নেমে এসেছে কবে?’

সম্মেলনে জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় নারীদের আরো এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে মায়েদের সন্তানের প্রতি আরও সজাগ হওয়ার পাশাপাশি ভালো বন্ধু হতে অনুরোধ করেছেন তিনি।

এছাড়া বিএনপি-জামায়াতের জোট ক্ষমতায় থাকাকালীন সময়ে পাকবাহিনীর মতো নারীদের ওপর নির্যাতন করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।