চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বক্স অফিসে রেকর্ড গড়েছে অক্ষয়-রজনীর ‘টু পয়েন্ট জিরো’

বক্স অফিসে রেকর্ড গড়েছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত অভিনীত ‘টু পয়েন্ট জিরো’। বিশ্বব্যাপী ১০ হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিশাল বাজেটের এ ছবি। মুক্তির প্রথম দিনেই ২০ কোটি রুপি ছাড়িয়েছিল ‘টু পয়েন্ট জিরো’ ছবির হিন্দি ভার্সনের আয়। যেখানে বিশ্বব্যাপী এর প্রথম দিনের আয় ৮৪ কোটি রুপিতে পৌছায়।

মুক্তির চার দিনেই আন্তর্জাতিক বক্স অফিসে এর সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি রুপি। যা ইন্ডিয়ান টিভির অনলাইন সংস্করণ থেকে এ তথ্য জানা গেছে।

চলচ্চিত্র ব্যবসা বিশেষজ্ঞ রমেশ বালা নিশ্চিত করেছেন, ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সময়ে আয়ের দিক থেকে সারাবিশ্বে ‘টু পয়েন্ট জিরো’ রয়েছে এক নম্বরে।

সামাজিক মাধ্যমে রমেশ বালা জানিয়েছেন, মাত্র চার দিনে বিশ্বব্যাপী ‘টু পয়েন্ট জিরো’ ৪০০ কোটি রুপির (৫৭.১৪ মিলিয়ন মার্কিন ডলার) ঘর ছুঁয়েছে। আয়ের দিক থেকে যা অতিক্রম করেছে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ছবিটিকে, যার সংগ্রহ ৫১.৪০ মিলিয়ন মার্কিন ডলার।

তবে বিশ্বব্যাপী ছবিটির আয় ভালো হলেও ভারতীয় বক্স অফিসে তেমন বাজিমাত করতে পারছে না, বিশাল বাজেটের এই ছবি। আজ ছবিটি মুক্তির পঞ্চমদিনে ভারতীয় বক্স অফিসে ছবিটি ১১১ কোটি রুপি আয় করেছে বলে জানা গিয়েছে।