চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাপানের বিতর্কিত দ্বীপে মহড়া চালাবে রাশিয়া

জাপানের বির্তকিত দ্বীপ গুলোতে মহড়া চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। জাপানের নিষেধাজ্ঞা আরোপের পরই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বিবিসি জানায়, চারটি দ্বীপ নিয়ে রাশিয়া এবং জাপানের মধ্যে ৭০ বছর যাবৎ বিরোধ চলছে। উভয় দেশ দ্বীপগুলোকে নিজেদের দাবি করে আসছে।

এ বিরোধের ফলে দেশ দুইটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের অবসানের পরও শান্তি আলোচনায় স্বাক্ষর করেনি। এ চারটি দ্বীপ নিয়ে বিদ্যমান সমস্যা মিটিয়ে ফেলার জন্য শান্তি চুক্তির আলোচনা করছিল রাশিয়া ও জাপান।

কিন্তু গত সোমবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, জাপানের বিরোধপূর্ণ আচরণের জন্য তারা এ আলোচনা আর এগিয়ে নেবে না।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রাশিয়া এ মুহূর্তে জাপানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা করতে আগ্রহী নয়।

রাশিয়ার বিবৃতিতে আরও বলা হয়, এমন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করা সম্ভব নয়, যে দেশ প্রকাশ্যে বিপক্ষে অবস্থান নিয়েছে।

রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই দ্বীপ গুলোতে  ৩হাজারেরও বেশি সেনা এবং আধুনিক সরঞ্জাম নিয়ে মহড়া চালাবে।

তবে এ শান্তি আলোচনা থেকে সরে আসার জন্য এবং দ্বীপ গুলোতে মহড়া চালানোর সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে জাপান।