চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চীনে ট্যাঙ্কার-জাহাজ সংঘর্ষে বাংলাদেশি ২ ক্রু নিখোঁজ

চীনের পূর্ব উপকূলে মালবাহী জাহাজের সঙ্গে ইরানের একটি তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে ট্যাঙ্কারের ৩২ ক্রু নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে দু’জন বাংলাদেশি এবং বাকিরা ইরানি।

চীনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হংকংয়ের রেজিস্ট্রেশনযুক্ত ফ্রেইটার ‘সিএফ ক্রিস্টাল’-এর সঙ্গে ইরানের তেলের ট্যাঙ্কার ‘সানচি’র সংঘর্ষ হয়। প্রায় সাথে সাথেই পুরো ট্যাঙ্কারে আগুন ধরে যায়। আগুনে ট্যাঙ্কারটি ‘পুরোপুরি ধ্বংস হয়ে গেছে’ বলে জানিয়েছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ।

পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতি সূত্রে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পানামার রেজিস্ট্রেশনযুক্ত ইরানি ট্যাঙ্কার সানচি ১ লাখ ৩৬ হাজার টন তেল নিয়ে ইরান থেকে সাউথ কোরিয়ার উদ্দেশে যাত্রা করছিল। যাত্রাপথে চীনের পূর্ব উপকূলে তীর থেকে ২৫৭ কিলোমিটার দূরে ক্রিস্টালের সঙ্গে সেটি ধাক্কা খায়।

ট্যাঙ্কারের আরোহীরা নিখোঁজ থাকলেও মালবাহী ফ্রেইটার ক্রিস্টালের ২১ জন ক্রুর সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের সবাই চীনের নাগরিক।

নিখোঁজদের উদ্ধারের জন্য স্থানীয় চীন কর্তৃপক্ষ জরুরি উদ্ধার অভিযান শুরু করেছে। তবে সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি।