চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চিলির নতুন কোচ আর্জেন্টাইন বেরিজ্জো

কাতার বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি চিলি। বাছাইপর্বে ব্যর্থতার জেরে লাতিন আমেরিকার দেশটির কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মার্টিন লাসার্টে। উরুগুইয়ান কোচের বিদায়ের কয়েকদিনের মাথায় আর্জেন্টাইন এডুয়ার্ডো বেরিজ্জোকে দায়িত্বে বসাল চিলিয়ানরা।

বৃহস্পতিবার টুইটার পোস্টে বেরিজ্জোর কোচ হওয়ার কথা জানায় চিলির ফুটবল ফেডারেশন। পরে বিবৃতিতে ফেডারেশন সভাপতি পাবলো মিলাদ বলেছেন, ‘আমাদের নতুন কোচ এডুয়ার্ডো বেরিজ্জো। তিনি আমাদের ফুটবল সম্পর্কে জানেন। আন্তর্জাতিক ফুটবলে তার অভিজ্ঞতাও অনেক।’

চার বছরের চুক্তিতে চলতি মাসেই সান্তিয়াগোতে পা রাখবেন ৫২ বর্ষী বেরিজ্জো। তার প্রথম মিশন হতে চলেছে সাউথ কোরিয়া ও তিউনিসিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চিলিকে নামানো।

২০০৭ সালে চিলির তখনকার কোচ মার্সেলো বিয়েসলার সহযোগী হিসেবে কোচিং জগতে পা রাখেন বেরিজ্জো।