চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কোহলি-লোকেশরা পার পেয়ে গেলেন

কেপটাউনে সিরিজের শেষ টেস্টে সাউথ আফ্রিকার কাছে পরাজিত হয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ভারত। তবে ফলাফলকে ছাড়িয়ে এখনো আলোচনার তুঙ্গে আছে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার এলবিডব্লিউ নিয়ে সৃষ্টি হওয়া রিভিউ বিতর্ক।

রবিচন্দ্রন অশ্বিনের বলে এলগারের বিপক্ষে এলবিডব্লিউ আবেদনের পর আম্পায়ার তাকে আউট দেন। রিভিউ নিলে বল স্টাম্প মিস করে উপর দিয়ে বেরিয়ে গেছে এমনটাই নিশ্চিত হওয়া যায়। অথচ টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে বল এলগারের হাঁটুতে লেগেছিল।

টেস্টের তৃতীয় দিনে ঘটে যাওয়া এমন ঘটনায় রিভিউ সিস্টেমে সিদ্ধান্ত আসলে পছন্দ না হওয়ায় মাঠেই স্ট্যাম্প মাইকের সামনে এসে ক্ষোভ প্রকাশ করে কথা বলেন কোহলি, সঙ্গী হন অশ্বিন ও রাহুল। তাদের এমন তীব্র প্রতিক্রিয়া দেখানো নিয়েও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এমন আচরণের পরও অবশ্য ভারতীয় ক্রিকেটারদের কোনো শাস্তি পাবেন না। কারণ টেস্টের দুই ফিল্ড আম্পায়ার মরিস এরাসমাস ও আড্রিয়ান হোল্ডস্টক ম্যাচ রেফারির কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

ডিন এলগার রিভিউ নেয়ার পর যখন দেখা গেল হাঁটুতে লাগা বল স্টাম্পের উপর দিয়ে বেরিয়ে যাওয়া দেখাচ্ছে তখন বিস্মিত মরিস এরাসমাসের মুখ থেকে বেরিয়ে এসেছিল একটাই কথা, ‘এটা অসম্ভব।’

মাইকের সামনে এসে সাউথ আফ্রিকান ব্রডকাস্টের উপর ক্ষোভ প্রকাশ করেন অশ্বিন, ‘জয়ের জন্য তোমাদের উচিত আরও ভালো বিকল্প খুঁজে বের করা।’

তাতে যোগ দেন অধিনায়ক কোহলি, ‘প্রতিপক্ষের কথা না ভেবে আপনারা নিজেদের দিকে মনোযোগ দিন। সবসময় জনগণের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করুন।’

লোকেশ রাহুল এসে তাতে ঘি ঢেলে ষোলোকলা পূর্ণ করার চেষ্টা করেন, ‘পুরো জাতি ১১ জনের বিরুদ্ধে নেমেছে।’