চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কোনোমতে হার এড়াল পিএসজি

বোর্দোর বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন নেইমার। সেই ম্যাচে ড্র করেছিল পিএসজি। বুধবার রাতে স্ট্রাসবুর্গের বিপক্ষে খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। এই ম্যাচেও ড্র করেছে প্যারিস সাঁ সাঁ।

নেইমারের সঙ্গে এমবাপে প্রথার্ধে মাঠে না থাকায় হারতে হারতে কোনোমতে ১-১ গোলে ড্র করেন লিগ ওয়ান লিডাররা।

টানা দ্বিতীয় ড্র করা পিএসজি এদিন পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত পেনাল্টি গোলে সমতায় ফেরে। ম্যাচের ৪০ মিনিটে অবশ্য কেনি লালার পেনাল্টি গোলেই লিড নেয় স্ট্রাসবুর্গ।

প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে স্ট্রাসবুর্গের হিরো থেকে ভিলেন সেই লালাই। তার ভুলেই ৭১ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। স্পট-কিক থেকে বল জালে জড়াতে বিন্দুমাত্র ভুল করেনি এডিনসন কাভানি।

পরপর দুই ম্যাচ ড্রতে একটু হলেও চিন্তায় পড়েছেন কোচ থমাস টুখেল। একই সঙ্গে নেইমার-এমবাপে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাও অনুভব করছেন পিএসজি বস।

দুই ম্যাচে পয়েন্ট হারালেও অবশ্য চিন্তা নেই পিএসজির। এখনো ১৪ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে তারা। ১৬ ম্যাচে পিএসজির পয়েন্ট ৪৪। সমানসংখ্যক ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে লিলে। শীর্ষ পাঁচের বাকি সবার পয়েন্টই ৩০’র নিচে।