চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুমিল্লার এক মামলায় খালেদার জামিন আবেদন

নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লার এক মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিচারপতি মো.শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার এই জামিন আবেদন করা হয় বলে জানান খালেদার আইনজীবী মাসুদ রানা।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর থেকেই খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

গত ১২ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন। সে জামিন আপিল বিভাগও বহাল রাখেন।

কিন্তু আরো কয়েকটি মামলায় জামিন না থাকায় কারাগার থেকে খালেদা জিয়া বের হতে পারেননি।