চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কুমারী মাকে পাথর ছুড়ে মৃত্যুদণ্ড দেয়া যাবে না

কুমারী মাকে পাথর ছুড়ে মৃত্যুদণ্ড দেয়া যাবে না অবিবাহিত অবস্থায় সন্তানের জন্ম দেয়া তরুণীকে পাথর ছুড়ে হত্যার শাস্তি বাতিল করেছে মালদ্বীপের সর্বোচ্চ আদালত।

কুমারী ওই মাকে মৃত্যুদণ্ড দিয়েছিলো মালদ্বীপের ম্যাজিস্ট্রেট আদালত। বিয়ে ছাড়া সন্তানের জন্ম দেয়ায় মালদ্বীপের ওই তরুণীকে পাথর ছুড়ে হত্যার ফতোয়া জারি করা হয়।

তবে বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশিত হলে নিন্দা এবং সমালোচনা শুরু হয়। অবশেষে মালদ্বীপের সুপ্রিম কোর্ট পাথর ছুঁড়ে হত্যার শাস্তিকে প্রচলিত আনুষ্ঠানিক আইনের পরিপন্থী বলে রায় দিয়ে আগের শাস্তি বাতিল ঘোষণা করেন।

মুসলিম অধ্যূষিত দ্বীপ রাষ্ট্রটিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ। এজন্য দোররা মারা এবং মৃত্যুদণ্ডের মতো কঠোর মধ্যযুগীয় শাস্তি প্রচলিত আছে। ২০১৩ সালে বিয়ে না করে শারীরিক সম্পর্ক স্থাপনের দায়ে ১৫ বছরের এক কিশোরীকে ১’শ দোররা মারার সাজা হয়েছিলো।

তবে সাধারণ মালদ্বীপবাসীদের জন্য এ বিষয়ে কঠোর বিধি নিষেধ থাকলেও পর্যটনকেন্দ্রীক দেশটিতে পর্যটকদের জন্য এরকম কোনো বিধি-নিষেধ নেই।