চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘কখনো কখনো ফুটবলটা বোঝা খুব কঠিন’

আরো একবার ব্যর্থ হল রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের রোটেশন পদ্ধতি। ফলে দুরন্ত ফর্মে থাকার পও বিস্ময় জাগিয়ে লা লিগায় আরেকটি ম্যাচ হারল তারা। এস্পানিওলের কাছে হারের পর ফরাসি কিংবদন্তি নিজেই বলছেন, কখনো কখনো ফুটবলটা বোঝা খুব কঠিন।

পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ সামনে রেখে এস্পানিওলের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন জিদান। কিন্তু যাদের ওপর ভরসা করেছিলেন, তারা হতাশই করেছেন। ম্যাচ শেষে লস ব্ল্যাঙ্কোস কোচ তাই আফসোস করে বলেন, ‘কখনো কখনো আপনি ফুটবলটা বুঝতে পারবেন না। তাই খারাপ সময় আপনাকে মেনে নিতে হবে।’

আগের ম্যাচগুলোর কথা উল্লেখ করে জিদান বলেন, ‘টানা পাঁচ ম্যাচে ভাল খেলে দারুণ ফলাফলের পর এই ম্যাচে আমরা সেটা ধরে রাখতে পারলাম না।’

মূর্তিকারিগর

পুরো ম্যাচে ভাল খেললেও জেরার্ড মোরেনোর অন্তিম সময়ের গোলে জয় পায় কাতালান দলটি। নিজেদের পারফরম্যান্স অনুযায়ী এমন হার আশা করেননি জিদান, ‘এই হার আমাদের প্রাপ্য না। এস্পানিওল অনেক কম সুযোগ পেয়েছে, কিন্তু! এটা বাজে ফলাফল এবং বেশ কষ্টেরও।’

লিগের পরের ম্যাচে রিয়াল খেলবে গেটাফের বিপক্ষে। খেলা হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। তার পরেই রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ খেলতে প্যারিসে যাবে জিদানের দল।