চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এফ আর টাওয়ারের মালিকের বিরুদ্ধে অবশ্যই মামলা হবে: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, এফ আর টাওয়ারের মালিকের বিরুদ্ধে অবশ্যই মামলা হবে। ক্ষতিগ্রস্ত ও হতাহত পরিবারের কেউ যদি মামলা না করে তাহলে রাষ্ট্রপক্ষ থেকে পুলিশ বাদি হয়ে মামলা করবে।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত অপেক্ষা করছি, বাদির অভাবে মামলা করতে দেরি হচ্ছে।

শুক্রবার বিকেলে বনানীর ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ভবনের দায়িত্ব কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস বুঝিয়ে দেবে। এখনও তারা কাজ করছে। এরপর পুলিশ প্রতিটি ফ্লোরে একজন এসআইয়ের নেতৃত্বে ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন কর্মকর্তা, ভবনের প্রতিষ্ঠানের মালিকসহ নয় সদস্যের দল গঠন করা হয়েছে। তারা ভবনে গিয়ে মালিকদের কাছে জরুরি মালামাল হস্তান্তর করবে। পুলিশ কাজগুলো সন্ধ্যার মধ্যে শেষ করবে।

এফ আর টাওয়ারটি ঝুঁকিপূর্ণ কিনা জানতে চাইলে আইজিপি বলেন, সকালে প্রকৌশলীরা ভবনটি পর্যবেক্ষণ করে গেছেন, ভবনটি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সেটা জানাবেন।

ভবনটির ঝুঁকির বিষয়টি নিয়ে প্রকৌশলীরা কিছু জানাননি, তাদের তথ্যের ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।