চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ঈদকে সামনে রেখে রাজধানীতে ঐতিহ্যবাহী জামদানি প্রদর্শনী

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন-বিসিকের আয়োজনে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে জামদানি প্রদর্শনী চলছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লী থেকে আসা তাঁতীরা ৩৩টি স্টলে ঐতিহ্যবাহী এ পণ্য প্রদর্শন করছেন।

১০ দিনের এই প্রদর্শনী ৭ জুন শেষ হচ্ছে। ঈদকে ঘিরে প্রদর্শনী আয়োজন করলেও যথেষ্ট প্রচারের অভাবে ক্রেতা এবং দর্শনার্থী কম আসছে বলে জানান তাঁতীরা।

দেশীয় ঐতিহ্যের অন্যতম ধারক জামদানি টিকিয়ে রেখেছেন তাঁতীরা। তাদের নিপুণ হাতের কাজ বিশ্বজুড়ে বিখ্যাত।আসছে ঈদুল ফিতরে ক্রেতাদের হাতে সহজে জামদানী তুলে দিতেই এ প্রদর্শনী।  তাঁতীদের কাছ থেকে ন্যক্কার ডিজাইনের ঢাকাই জামদানি কিনতে এসেছেন ক্রেতারাও।

সামনে ঈদ হলেও প্রদর্শনীতে ক্রেতাসমাগম তেমন নেই। প্রচারে অভাবে ক্রেতা কম আসছেন বলে জানান তাঁতীরা। বাজারে কম দামের ভারতীয় জামদানি আসার কারণে ঢাকাই জামদানির বিক্রি কম বলেও জানান তারা।

ইউনেস্কো ঘোষিত ঐতিহ্য এ ঢাকাই জামদানি ভারতীয় পণ্যের ভিড়ে যাতে হারিয়ে না যায় সেজন্য সরকারের তদারকির কথা বলেছেন তাঁতীরা ।
বিস্তারিত দেখুন  লায়লা নওশিনের ভিডিও রিপোর্টে