চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইজরাইলে রোমান যুগের আংটি আবিষ্কার

ইজরাইলের ভূমধ্যসাগরীয় উপকূলে প্রত্নতাত্তিকরা একটি রোমান যুগের আংটি আবিষ্কার করেছেন। আংটিটিকে প্রাথমিক যুগে খ্রিস্টানদের ব্যবহার করা আংটি বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

আংটির মধ্যে একটি বালকের চিত্র খোদাই করা আছে। যাকে যিশুর প্রতীক বলে ধারণা করছে কর্তৃপক্ষ ।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, আংটিটি একটি সবুজ পাথর দিয়ে খোদাই করা হয়েছিল যাতে একটি মেষ পালক বালক কাঁধে একটি ভেড়া বহন করছে। উল্লেখ্য বাইবেলে যিশু নিজেকে মেষ পালক হিসেবে বর্ণনা করেছেন। সোনার আংটিটিকে ইজরাইল পুরাকীর্তি কর্তৃপক্ষ একটি সুন্দর ও বিরল আবিষ্কার হিসেবে বর্ণনা করেছে।

সিজারিয়ার প্রাচীন বন্দরের কাছে দুইটি জাহাজের ধ্বংসাবশেষে আবিষ্কৃত বেশ কিছু প্রত্নবস্তুর মধ্যে আংটিটি ছিল। অন্যান্য ধন সম্পদের মধ্যে রয়েছে তৃতীয় শতাব্দীর মাঝামাঝির শত শত রৌপ্য ও ব্রোঞ্জ রোমান মুদ্রা এবং চর্তুদশ শতকের মামলুক যুগের রৌপ্য মুদ্রার একটি বড় মজুদ।