চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আনন্দ কুমারের ‘সুপার থার্টি’র সফলতায় হৃতিকের শুভেচ্ছা

দীর্ঘ বিরতির পরে হৃতিক রোশনকে দেখা যাবে ‘সুপার থার্টি’তে। ছবিটি ভারতীয় গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। সম্প্রতি গণিতজ্ঞ আনন্দ কুমার তার টুইটারে ছাত্রদের একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, তার সুপার থার্টি ব্যাচের ১৮জন শিক্ষার্থী ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (আইআইটি) এবং বাকিরা এনআইটিতে নিজেদের স্থান পাকাপোক্ত করে নিয়েছেন।

ক্যাপশনে আনন্দ কুমার লিখেছেন, ‘গভীর মনোবল ও স্পৃহা আবারও দারিদ্রকে পরাজিত করেছে। চারিদিকে আনন্দ। সবাই খুব খুশি। কারণ সকল বাধা পেরিয়েও ১৮জন শিক্ষার্থী আইআইটিতে এবং বাকিরা এনআইটিতে জায়গা করে নিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।”

আনন্দ কুমারের পোস্টটি শেয়ার করে হৃতিক রোশন লিখেছেন, ‘সুপার থার্টি প্রতিবছর হয়। এবছরের শিক্ষার্থীদেরকে সম্মান জানাই। সবার সঙ্গে দেখা করতে চাই।’

আনন্দ কুমার পরিচালিত ‘সুপার থার্টি’ সিনেমাটি প্রযোজনা করছে রিলায়েন্স এন্টারটেইনমেন্টস, সাজিদ নাদিয়াদওয়ালা ও এইচআরএক্স ফিল্মস। ছবিতে হৃতিক রোশান ছাড়াও অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর, অমিত সাধ, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ। ১২ জুলাই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। টাইমস অব ইন্ডিয়া