মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে গ্রুপপর্বে সাত ম্যাচের সবগুলো জিতে অপরাজিত থেকে সেমিতে খেলবে পরাক্রমশালী অস্ট্রেলিয়া। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিততে বেশ বেগ পেতে হয়েছে ল্যানিং-হেইন্সদের। খেলা শেষে টাইগ্রেস স্পিনার সালমা খাতুনকে প্রশংসায় ভাসিয়েছেন ম্যাচসেরা বেথ মুনি।
‘সালমা দারুণ বল করেছে। আমাদের ব্যাটিংয়ের প্রথম তিন স্তম্ভকে ফিরিয়েছে। তখন যারাই নতুন ব্যাটিংয়ে এসেছে, ওদের বলেছি ওর বল দেখেশুনে খেলতে। কারণ ও-ই আমাদের জয়ের পথের মূল কাঁটা।’
‘ও একজন চতুর বোলার। আজকে ওর বোলিং অসাধারণ ছিল। খুব সহজেই বোলিংয়ের লাইন পরিবর্তন করতে পারে। একই লেন্থে অনেকক্ষণ বল করতে পারে। অবশ্যই বাংলাদেশের একজন সফল খেলোয়াড় সালমা।’
শুক্রবার ওয়েলিংটনে বাংলাদেশের দেয়া ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। সালমার বলে মারতে গিয়ে ডিপ স্কয়ারে জাহানারার হাতে ধরা পড়েন অ্যালিসা হিলি।

সালমার পরের ওভারে ঘূর্ণিতে বোল্ড হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মেগ ল্যানিং। চার রানের ব্যবধানে হেইন্সকে ফারজানার ক্যাচে পরিণত করে অজিদের চাপে ফেলে দেন অভিজ্ঞ স্পিনার।
পরে রুমানার দুই শিকারে ৭০ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। বেথ মুনির ৬৬ রানের অপরাজিত ইনিংসে আর কোনো উইকেট না হারিয়েই শেষে জয়ের বন্দরে পৌঁছে যায় ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নরা।