বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বল বিকৃতির দায়ে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে রবি বোপারাকে। পাশাপাশি সিলেট সানরাইজার্স অধিনায়কের নামের পাশে যোগ হয়েছে ৩ ডিমেরিট পয়েন্ট।
বিপিএল ম্যাচ কন্ডিশনের ৪১.৩ ধারায় বোপারার এ শাস্তি হয়েছে। চলতি আসরে আর একটি ডিমেরিট পয়েন্ট যোগ হলে এক ম্যাচ খেলতে পারবেন না ইংলিশ তারকা।

প্রথমে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল বোপারাকে। পরে তার আপিলের ভিত্তিতে শাস্তি কমিয়ে আনে টেকনিক্যাল কমিটি। যোগ হয় আর্থিক জরিমানা ও ডিমেরিট পয়েন্ট।
বিজ্ঞাপন
সোমবার সিলেট-খুলনা ম্যাচের নবম ওভারে বল বিকৃতি করেন বোপারা। ইংলিশ ক্রিকেটারকে বলের ওপর নখ লাগাতে দেখা যায়। টিভি আম্পায়ার দেখে নিশ্চিত হওয়ার পর ৫ রান জরিমানা করা হয় সিলেটকে।