চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ইরফানের মৃত্যুর আগেই এক অভিনেতা সংবাদ বিজ্ঞপ্তি তৈরি করে রেখেছিলেন!

মুখোরা হিসেবেই পরিচিত বলিউড শিল্পী রিচা চাড্ডা। নিজের ব্লগে এবার তিনি চমকে যাওয়ার মতো কিছু তথ্য জানালেন। প্রশ্ন তুললেন সাংবাদিকদের ‘সাংবাদিক’ বিবেকবোধ নিয়ে।

রিচা জানালেন, ইরফান খানের মৃত্যুর আগেই এক অভিনেতা সংবাদ বিজ্ঞপ্তি প্রস্তুত করে রেখেছিলেন। ইরফান খানের মৃত্যুর প্রসঙ্গে সবার আগে কথা বলে সেই অভিনেতা নিজেকে লাইম লাইটে আনতে চেয়েছিলেন বলে দাবি করেন রিচা।

Bkash July

তিনি আরও বলেন, এক সিনে সাংবাদিক ইরফান খানের মৃত্যুর কিছু সময় আগে ইরফান খানের টিমের সঙ্গে কথা বলেন। ব্রেকিং নিউজ দেয়ার জন্য ওত পেতে ছিলেন সেই সাংবাদিক। সেই সাংবাদিক পরে ব্রেকিং নিউজ দিতে না পারায় হতাশ হয়ে অভিযোগ করেছিলেন।

রিচা প্রশ্ন তুলেছেন, একজন সাংবাদিক কীভাবে সদ্য মা হারানো আলি ফজলকে প্রশ্ন করে বিরক্ত করতে পারে? সেই সাংবাদিক আলি ফজলকে তার মায়ের মৃত্যু সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে বলেছিলেন। এমনকি এম্বুলেন্স, মৃতদেহের ছবিও চেয়েছিলেন। -পিঙ্ক ভিলা

Labaid
BSH
Bellow Post-Green View